‘১৪০ কোটি জনতার আকাঙ্ক্ষার বাজেট, সুবিধা পাবে মধ্যবিত্ত’, মন্তব্য মোদির – DesheBideshe

‘১৪০ কোটি জনতার আকাঙ্ক্ষার বাজেট, সুবিধা পাবে মধ্যবিত্ত’, মন্তব্য মোদির – DesheBideshe

‘১৪০ কোটি জনতার আকাঙ্ক্ষার বাজেট, সুবিধা পাবে মধ্যবিত্ত’, মন্তব্য মোদির – DesheBideshe

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি – “১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতিই বাজেটে প্রতিফলিত হয়েছে।” শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পরে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও দাবি করলেন, এবারের কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি করে সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণি। তাদের সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ বাড়বে।

বাজেটে আয় করে বড় ছাড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে না। সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এবারের বাজেটে সব আয় গোষ্ঠীর ক্ষেত্রেই কর কমানো হয়েছে। যা থেকে মধ্যবিত্তেরা উপকৃত হবেন।” তিনি বলেন, “এবারের বাজেট মধ্যবিত্ত কর প্রদানকারী, বেতনভোগী কর্মীদের বড় সুবিধা দেবে।” নির্মলা সীতারমণকে অভিনন্দন জানিয়ে মোদি দাবি করেন, “এবারের বাজেটের মূল লক্ষ্যই ছিল কীভাবে সাধারণ মানুষের পকেটে পয়সা আসবে, কীভাবে সঞ্চয় হবে।” প্রধানমন্ত্রীর বক্তব্য, বাজেটের লক্ষ্য ছিল ভবিষ্য়তের রোড ম্যাপ তৈরি করা। সেই লক্ষ্য সফল হয়েছে।

প্রসঙ্গত, এদিন নির্মলা সীতারমণ জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে জুতো এবং অন্যান্য চর্মজাত পণ্যের (ব্যাগ, বেল্ট ইত্যাদি) ব্যবসার দিকে এবার বিশেষ ভাবে নজর দেবে কেন্দ্রীয় সরকার। লক্ষ হল এই ক্ষেত্রে ২২ লক্ষ কর্মসংস্থান, বছরে ৪ লক্ষ কোটি টাকার টার্নওভার, ১.১ লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি। অন্য দিকে দেশের বাজারে চিনা খেলনার দাপট রুখতে পরিবেশ বান্ধব খেলনার ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও পিএম ধনধান্য কৃষি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হয়েছে। মোদির মতে, এর ফলে কর্মসংস্থানের নতুন দিক উন্মোচিত হবে দেশে। যা ভবিষ্য়ত ভারতকে বদলে দেবে।

সূত্র: সংবাদ প্রতিদিন
আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top