১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

চাঁদপুরের মেঘনায় পণবাহী একটি কার্গো জাহাজ থেকে অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আদালতে হাজির করা হয়।

১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮১২ হাজার মেট্রিক টন চিনি পাচারের চেষ্টা, আটক ৮

এরমধ্যে চারজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য চারজনের মধ্যে একজনকে দুই দিনের রিমান্ড এবং অন্য তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শনিবার দুপুরে চাঁদপুর সদরের হরিনাঘাট এলাকায় মেঘনা নদী থেকে এমভি সি ওয়েস্টিন-১ নামক কার্গো জাহাজ থেকে তাদেরকে আটক করে নৌ পুলিশ।

এমন তথ্য জানান, নৌ পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিলাল আল আজাদ।

অভিযুক্তরা হলেন- মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু বেপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

এমভি সি ওশেস্টিন-১ নামে এই কার্গো জাহাজ গত ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপরিশোধিত ১২ হাজার মেট্রিক টন চিনি নিয়ে নারায়ণগঞ্জে আব্দুল মোমেন চিনি কলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

৪ আগস্ট চাঁদপুরের মেঘনায় পৌঁছে জাহাজটি। এর পরের দিন জাহাজের মাস্টার আইয়ুব মৃধা ও আরো কয়েকজন মিলে খাবারের সঙ্গে অন্যদের নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। একপর্যায়ে অচেতন করে এসব চিনি জাহাজ থেকে অন্যত্র পাচারের চেষ্টা করে।

তবে নির্ধারিত সময় অপরিশোধিত চিনি নিয়ে জাহাজটি গন্তব্যে না পৌঁছায় এর সন্ধানে নামেন মালিক পক্ষ।

তারপর ১০ দিনের মাথায় মূল ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন মালিকপক্ষ।

এদিকে, বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পাচারের ঘটনায় চাঁদপুরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এই ঘটনায় চাঁদপুর শহরের দুজন জড়িত। যারা ওই ৮ জনের মধ্যে রয়েছেন।

তারা হচ্ছেন- শরীফ মির্জা ও মজিবুর রহমান সর্দার।

Scroll to Top