ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই কোচ রুবেন আমোরিম পুরো নতুন করে দলকে গুছিয়ে তুলছেন। দলে টানছেন একেরপর এক নতুন খেলোয়াড়। এবার ৭ কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ করে রেডবুলস লেইপজিগের স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোকে চুক্তিবদ্ধ করেছে ইউনাইটেড। যা বাংলাদেশি মুদ্রায় ১২শ কোটি টাকারও বেশি।
ইউনাইটেডে যোগ দেয়ার আগে সেসকোকে কেনার প্রস্তাব করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। সেই প্রস্তাবে অবশ্য আগ্রহ দেখাননি তিনি। পরে পাঁচ বছরের চুক্তিতে ২২ বর্ষী স্লোভেনিয়ানকে দলে টানে ইউনাইটেড।
গত মৌসুমে ইউনাইটেড ১৫তম স্থানে থেকে প্রিমিয়ার লিগে শেষ করে, অন্য দিকে নিউক্যাসল পঞ্চম স্থানে ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
ইউনাইটেড সেসকোকে ছাড়াও ম্যাথিউস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে এবং ব্রায়ান এমবেউমোকে ৬৫ মিলিয়ান পাউন্ডে দলে টানে। ফিওরেন্টিনার বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচের আগে ক্লাবের ভক্তদের সামনে জার্সি হাতে তারা ওল্ড ট্রাফোর্ডে প্রবেশ করেন।
ভবিষ্যতের কথা চিন্তা করেই সেসকো ইউনাইটেড আসার সিধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস খুবই স্পষ্ট, যা আমাকে সত্যিই উজ্জীবিত করে, তা হল তাদের ভবিষ্যৎ। আমি দলের হয়ে বড় শিরোপা জিততে চাই। রুবেনের থেকে অনেক কিছু শেখার আছে। জানি তার অধীনেই আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব।’
সেসকো প্রসঙ্গে আমোরিম বলেছেন, ‘তার মধ্যে সেই সব বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের প্রয়োজন। আমাদের সম্পর্কে তার ভালো ধারণা আছে। বেঞ্জামিন আমাদের দলের জন্য সঠিক, তাই তাকে পেয়ে আমরা খুশি।’