১২তম দিনেও চলছে ‘বরবাদ’ ঝড়, সারাদেশে হাউজফুল! | চ্যানেল আই অনলাইন

১২তম দিনেও চলছে ‘বরবাদ’ ঝড়, সারাদেশে হাউজফুল! | চ্যানেল আই অনলাইন

ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ১২তম দিনেও সারাদেশে হাউজফুল যাচ্ছে। সিনেপ্লেক্সে শুক্রবার ৩৭ টি শো চলছে এবং ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো সবগুলো হাউজফুল যাচ্ছে। পাশাপাশি সিঙ্গেলস্ক্রিন মিলে প্রায় ৪৪০ শো চলছে।

এত শো থাকার পরেও দর্শক টিকেট পাচ্ছেন না! অনেকে সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে অগ্রিম টিকেট কাটতে না পেরে হতাশ হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। মিরপুরের ইব্রাহিম খান লিখেছেন, গতকাল বরবাদের টিকেট পাইনি, আজ শুক্রবারও পেলাম না।

চট্টগ্রামের আবুল কালাম নামে একজন লিখেছেন, আফসোস আজকেও বরবাদের কোন টিকিট পেলাম না। চট্টগ্রামের সুগন্ধা, সিনেপ্লেক্স কোনো হলে পেলাম না, সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে। আহমেদ সুজন লিখেছেন, ঢাকায় সিনেপ্লেক্সে কোনো শাখায় বরবাদের টিকেট না পেয়ে মধুমিতায় বিকেলে শো দেখতে এসেছি। এখানে শো শুরু আগে কাউন্টার থেকে বলেছে টিকেট শেষ। পরে ব্ল্যাকে বেশি টাকায় টিকেট নিয়েছি।

‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লেখালিখি হচ্ছে আমি দেখেছি। সিনেপ্লেক্সও এ বিষয়টি অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না। অন্যান্যবার দেখেছি সপ্তাহের সবচেয়ে বেশি দেখা সিনেমার লিস্ট ধারাবাহিকভাবে প্রকাশ করে। কিন্তু এবার করলো না। আসলে সিনেপ্লেক্সের সঙ্গে অন্য সিনেমা সংশ্লিষ্টদের ইন্টারন্যাল কিছু থাকলে সেখানে আমার বা আমার টিমের কিছু বলার নেই। আমি রিকোয়েস্ট করেও বলেছি, সিনেপ্লেক্সের ৭টি ব্রাঞ্চে কম করে হলেও ৭টি শো বাড়ান। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমার কথা রাখেনি।

সিনেপ্লেক্সে চলা ঈদের পাঁচ সিনেমার মধ্যে দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরেও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, জানতে সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, দেশে সাড়া ফেলার পর ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি রিলিজ করছে। যেসব স্টেটে বাঙালী কমিউনিটি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। এ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশনে শুরু করলো শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাতদিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।

Scroll to Top