গ্রাহকের বহু প্রতীক্ষিত ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। শিগগিরই হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার অপশনটি নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
হোয়াটসঅ্যাপ লঞ্চের পর থেকেই গ্রাহকদের দাবি ছিল, এই প্ল্যাটফর্ম যেন গ্রাহক কোনও ভুল মেসেজ পাঠালে, সেটি ডিলিট না করে তা সংশোধন করে নেওয়ার সুযোগ দেয়। খুব সহজে বললে, ‘সেন্ট মেসেজ’ ‘এডিট’ করার অপশন যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াবেটেনফো জানিয়েছে, এডিট মেসেজ ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর তা আপডেট করার সুযোগ দেবে। এই ফিচারটি গুগল প্লে স্টোরের বিটা প্রোগ্রামের ২.২২.২০.১২ সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে ওয়াবেটেনফো।
কবে নাগাদ হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ঠিক কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, তা জানা যায়নি।
প্রাথমিকভাবে বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হবে। আর ভালো ফলাফল পেলে তবেই সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
জানা গেছে, যে মেসেজটি এডিট করা হবে, তাতে এডিট লেবেল দেখা যাবে। এছাড়া এডিট হিস্ট্রিও থাকবে বলে জানিয়েছে ওয়াবেটেনফো।