হোলি খেলায় মাতলেন তারকারা

হোলি খেলায় মাতলেন তারকারা

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি। বসন্ত উৎসব উদযাপনে মেতেছেন বলিউড নায়ক-নায়িকারা। কেউ সপরিবারে, আবার কেউ বা যুগলে। কেউ বন্ধুদের সঙ্গে সদলবলে।

যে যে ভাবে পেরেছেন, উদযাপনে মেতেছেন দোল পূর্ণিমায়। অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেসব মুহূর্ত।

ভিকি কৌশলের সঙ্গে প্রায় চার বছরের বিবাহিত জীবন ক্যাটরিনা কাইফের। বিয়ের পর থেকে প্রতিবার রঙের উৎসবে শামিল হতে দেখা গেছে অভিনেত্রীকে।

এবারও স্বামী, দেবর ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে হোলি খেললেন ক্যাটরিনা। স্বামীর গাল সোহাগের রঙে রাঙালেন অভিনেত্রী।

এমনিতে স্বামীকে চোখে হারান সোনাক্ষী সিনহা। তবে রঙের উৎসবে একা একা অভিনেত্রী।

এ মুহূর্তে নিজের আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। জাহির রয়েছেন মুম্বাইয়ে। বিয়ের পর প্রথম দোল জাহিরকে ছাড়াই কাটাতে হলো সোনাক্ষীকে।

কিছুদিন আগেই বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া বিচ্ছেদের খবরে শিরোনাম হলেও রঙের উৎসবে যেন ফের কাছাকাছি তারা। এদিন রাভিনা ট্যান্ডনের বাড়িতে রঙ খেলে বেরোতে দেখা যায় যুগলকে।

যদিও তারা আলাদা আসেন, বের হন আলাদাভাবে। তবে যখন বাড়ি ফেরেন, তামান্নার সারা শরীরজুড়ে সবুজ গোলাপি রঙে সয়লাব।রঙিন হয়ে উঠলেন বিজয়ও।

শুটিংয়ে ব্যস্ত থাকায় ‘সিকান্দার’ সিনেমার সেটেই হলো রঙ খেলা। সেটে সবার সঙ্গে উৎসবে রঙিন হয়ে উঠলেন সালমান খান।

দোলের দিনেও ছুটি নেই মালাইকা অরোরার। কলকাতায় এক অনুষ্ঠানে এসেছেন অভিনেত্রী। সেখানে নিজের ‘ঢোলনা’ গানে নাচতে দেখা যায় তাকে।

দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের চর্চা সর্বত্র। যদিও দোল উদযাপন করেছেন বাড়িতেই, বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। হোলির রঙে রঙিন করেছেন সহকারী থেকে বন্ধু— সবাইকে। একেবারে মন খুলে আবির নিয়ে হুল্লোড় আরিয়ান পরিবারে।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top