হোয়াটসঅ্যাপের নতুন AI ফিচার—বানান ঠিক করবে, মেসেজ করবে আরও আকর্ষণীয়

হোয়াটসঅ্যাপের নতুন AI ফিচার—বানান ঠিক করবে, মেসেজ করবে আরও আকর্ষণীয়

সারা বিশ্বে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার আনছে একেবারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ফিচার। যার নাম রাইটিং হেল্প অ্যাসিসট্যান্ট (Writing Help Assistant)। এই টুলের সাহায্যে ব্যবহারকারীরা চাইলে তাঁদের লেখা মেসেজ আরও সহজ, পেশাদার বা মজাদারভাবে পাঠাতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়, পুরো প্রক্রিয়াই হবে গোপনীয় ও সুরক্ষিত।

হোয়াটসঅ্যাপের নতুন AI ফিচার—বানান ঠিক করবে, মেসেজ করবে আরও আকর্ষণীয়হোয়াটসঅ্যাপের নতুন AI ফিচার—বানান ঠিক করবে, মেসেজ করবে আরও আকর্ষণীয়

কীভাবে কাজ করবে এই ফিচার?

-মেসেজ লেখার পর চ্যাটবক্সে একটি নতুন পেন আইকন দেখা যাবে।

-সেটিতে ট্যাপ করলে মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপের সিকিউর প্রসেসিং সিস্টেমে।

-সেখান থেকে ব্যবহারকারী বিভিন্ন বিকল্প সংস্করণ পাবেন—পেশাদার, সরল, মজাদার বা আবেগঘন ভঙ্গিতে।

-চাইলে আসল মেসেজই পাঠানো যাবে, অথবা এআই প্রদত্ত নতুন সংস্করণও বেছে নেওয়া যাবে।

গোপনীয়তা বজায় থাকবে

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—এতে কি প্রাইভেসি ক্ষুণ্ণ হবে? হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে, এই ফিচার পুরোপুরি প্রাইভেট প্রসেসিং সিস্টেমের মাধ্যমে কাজ করবে। অর্থাৎ মেসেজ পড়তে পারবে না হোয়াটসঅ্যাপ নিজেও, আবার তা মেটার সার্ভারেও সেভ থাকবে না। কাজ শেষ হলেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

কখন ব্যবহার করা যাবে?

-এই Writing Help Assistant একেবারেই স্বয়ংক্রিয় নয়।

-ব্যবহারকারী চাইলে তবেই এটি চালু করবেন।

-আপাতত এটি শুধুমাত্র নির্বাচিত আইওএস বিটা টেস্টারদের জন্য চালু হয়েছে।

-খুব শিগগিরই ধাপে ধাপে সব আইফোন ও অ্যানড্রয়েড ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

কী কী সুবিধা মিলবে?

-বানান ও ব্যাকরণ শুধরে দেবে।

-জটিল মেসেজকে সহজ ও পরিষ্কার করবে।

-অফিসিয়াল মেসেজে আরও পেশাদারিত্ব যোগ করবে।

-প্রয়োজনে মজাদার বা আবেগঘন ভঙ্গিতেও লেখা যাবে।

সব মিলিয়ে, এই রাইটিং হেল্প ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠানোর অভিজ্ঞতা বদলে যাবে সম্পূর্ণভাবে।

Scroll to Top