ঈদে মুক্তি পাওয়া কয়েক’শ নাটকের ভিড়ে দর্শকনন্দিত ও প্রশংসিত মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। মাত্র ৯ দিনে কোটির মাইলফলক ছুঁয়েছে এই ফিকশনটি।
গত ৩১ মার্চ ঈদের দিন বিকেল ৪টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই কন্টেন্ট এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৪৫ লাখ বারের বেশি! এতে মন্তব্য পড়েছে ৩১ হাজারের বেশি। সেই হিসেবে দিনে ১০ লাখের বেশি দর্শক ‘তোমাদের গল্প’ দেখে মুগ্ধ হচ্ছেন।
ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন চার নম্বরে আছে পারিবারিক আবেগের মিশেলে নির্মিত ‘তোমাদের গল্প’। এতে যৌথ পরিবারের বন্ধন ও রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
দর্শকদের পছন্দের শীর্ষে থাকা এই নাটকটির সাফল্য উদযাপন করেছেন এর শিল্পীরা। বুধবার সন্ধ্যায় সিনেমাওয়ালার অফিসে ‘তোমাদের গল্প’র শিল্পীরা কেক কেটে সাকসেস উদযাপন করেন।
পরিচালক রাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে সেজন্য ধন্যবাদ। আমরা সবাইকে ভালোবাসি।
দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে ‘তোমাদের গল্প’ নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে অনেকে এই কন্টেন্টের প্রশংসা করেছেন। প্রবাসী দর্শকরা এই ইউটিউব ফিল্ম দেখে আবেগাপ্লুত হয়েছেন। কেউ কেউ আবার বলছেন, চলতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মাননা প্রাপ্তি দৌড়ে এগিয়ে থাকবে এ নাটক।
‘তোমাদের গল্প’ নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।
নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এর কথা লিখেছেন জনি হক।
সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে। রঙ বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি।