হিরো আলমকে হত্যার হুমকি দাতা আটক

হিরো আলমকে হত্যার হুমকি দাতা আটক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দাতাকে শনাক্ত করে আটক করেছে পুলিশ। আটককৃত হুমকি দাতার নাম- আবু আহমেদ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন। তিনি বলেন, হিরো আলম সোমবার রাতে হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত করে হুমকির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে। হুমকির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম। জিডি নং ১৩৬১। এতে উল্লেখ করেন রাত সোয়া ১১টার দিকে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে গালাগালি ও সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমিক দেওয়া হয়।

Scroll to Top