হিন্দি ভাষায় দেবকে টেক্কা দিচ্ছে শাকিবের যে ছবি | চ্যানেল আই অনলাইন

হিন্দি ভাষায় দেবকে টেক্কা দিচ্ছে শাকিবের যে ছবি | চ্যানেল আই অনলাইন

আবারও আলোচনায় গেল বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তুফান’! সিনেমাটি দেশ–বিদেশে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে সাফল্য পাওয়ার পাশাপাশি এবার দারুণ জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউবেও। তাও হিন্দি ভাষায়!

ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) গত ৭ দিন আগে তাদের হিন্দি ভাষার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ ‘তুফান’ এর ডাবিং সংস্করণ প্রকাশ করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিনেমাটির ভিউ স্পর্শ করলো ৫ মিলিয়ন!

‘এসভিএফ ভারত’ চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া ছবি দেব অভিনীত ‘অ্যামাজন অভিযান’। প্রায় ১৬ মাস আগে মুক্তি পাওয়া সেই সিনেমাটির বর্তমান ভিউ ৫.৪ মিলিয়ন। অর্থাৎ, সময়ের হিসেবে শাকিব খানের ‘তুফান’ অনেকটা দ্রুতই হিন্দিভাষি দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকলো।

সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই দেবের সিনেমার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে শাকিবের ‘তুফান’! সিনেমাটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় ৪ হাজার মানুষ! এরমধ্যে বাংলা ভাষাভাষি দর্শকদের মন্তব্য বেশী চোখে পড়লেও শত শত হিন্দি ভাষি দর্শকদেরও ‘তুফান’ সিনেমাটির প্রশংসা করতে দেখা গেছে।

২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। শাকিব খানের সঙ্গে এতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। এছাড়াও সিনেমায় দেখা গেছে গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন ও মানব সাচদেবদের মতো অভিনেতাদের।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন শিহাব নুরুন নবীর, কস্টিউম ডিজাইন করেছেন ফারজানা সান।

Scroll to Top