হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ | চ্যানেল আই অনলাইন

হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ | চ্যানেল আই অনলাইন

হিন্দি সিনেমা নিয়ে হতাশার কথা জানালেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, হিন্দি সিনেমার নির্মাতারা একই ধরনের ছবি নির্মাণ করে আসছেন গত ১০০ বছর ধরে। আর এই এক একঘেয়েমির কারণেই হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় এক গণমাধ্যমকে হিন্দি সিনেমা নিয়ে হতাশার কথা জানালেন ৭৩ বছর বয়সী অভিনেতা। তিনি বলেন, ‘হিন্দি সিনেমার গৌরবের ১০০ বছর বলা হয়, কিন্তু একই ধরনের সিনেমা নির্মাণ করা হয়। এটা হতাশাজনক। আমি হিন্দি ছবি দেখা ছেড়ে দিয়েছি। আমি এখন আর এগুলো পছন্দ করি না।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় খাবার সবখানে জনপ্রিয়, সেটার পেছনে কারণ আছে। কিন্তু হিন্দি ছবিতে কী আছে? হ্যাঁ হিন্দি ছবি সবখানেই দেখে মানুষ, কিন্তু খুব বেশিদিন দেখবে না, কারণ এতে কিছুই নেই।।’

তিনি মনে করেন, পুলিশ কিংবা ইডির ভয় না পেয়ে সমাজের প্রকৃত অবস্থা সিনেমায় তুলে ধরা নির্মাতাদের দায়িত্ব। অভিনেতা বলেন, ‘হিন্দি সিনেমাকে নিয়ে তখনই আশা থাকবে, যখন এটাকে টাকা কামানোর মাধ্যম হিসেবে দেখা না হবে। তবে আমার মনে হয় অনেক দেরী হয়ে গেছে।’

বিজ্ঞাপন

Reneta April 2023

তিনি ইরানী নির্মাতাদের কথাও উল্লেখ করেন তার সাক্ষাৎকারে। বলেন, ইরানি চলচ্চিত্র নির্মাতারা কর্তৃপক্ষের দমন সত্ত্বেও চলচ্চিত্র তৈরি করেন। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Scroll to Top