মহান মে দিবসে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত তেলুগু সিনমো ‘হিট থ্রি’। এই ছবির মাধ্যমে রাত ১টার শো চালু করতে যাচ্ছেন সুপারস্টার নানি। মাঝরাতে শো ফিরিয়ে আনায় অনেকে প্রশ্ন রাখছেন— এটা ঝুঁকি নাকি বুদ্ধিমানের পদক্ষেপ?
১ মে মুক্তি পাচ্ছে ন্যাচারাল স্টার নানির ক্রাইম থ্রিলার ‘হিট থ্রি’। এই ছবির জন্য তিনি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে রাত ১টার শো ফেরত আনছেন। নায়ক এবং প্রযোজক দুই ভূমিকাতেই থাকা নানির এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে, তিনি ছবির উপরে পূর্ণ আস্থা রাখছেন!
বর্তমানে তেলুগু ফিল্মে ভোররাত বা মাঝরাতের শোয়ের প্রচলন প্রায় বন্ধ রয়েছে। আর এই সময়ে নানি ‘হিট থ্রি’র মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে অনেকেই চমকপ্রদ বলে মন্তব্য করেছেন।
তেলুগু দর্শকদের মধ্যে বরাবরই প্রথম দিনের প্রথম শো দেখার প্রবণতা ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েকটি সিনেমার ব্যর্থতার কারণে অনেক প্রযোজক মনে করেন, মাঝরাত বা ভোরের শো থেকে শুরু হওয়া নেতিবাচক রিভিউ ও মুখে মুখে নেতিবাচক প্রচার ছবির প্রথম দিনের আয়ে প্রভাব ফেলে। যেমন সম্প্রতি ‘ম্যাড স্কয়ার’ এবং ‘রবিনহুড’ ছবির নির্মাতারা এসব শো এড়িয়ে চলেছেন।
কিন্তু নানি একেবারেই বিপরীত পথে হাঁটছেন। তিনি পুরোপুরি আস্থাশীল যে, সিনেমাটি দেখার পর দর্শকরা নেতিবাচক কিছু প্রচারের চিন্তাই করবে না! তিনি জানিয়েছেন, আগাম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং রাত ১টার শোগুলোর জন্য কোনও অতিরিক্ত মূল্য নেওয়া হবে না। ফলে এই সিদ্ধান্ত ছবি নিয়ে দর্শকের আগ্রহকে আরও বাড়িয়ে দিচ্ছে।
‘হিট’-এর আগের দুটি থেকে ‘হিট থ্রি’ যে বেশ চিত্তাকর্ষকভাবে নির্মাতা শৈলেশ কোলানু তৈরি করেছেন, রাত ১টার শোয়ের সিদ্ধান্ত নেয়া সেটাই প্রমাণ করে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নানি কি বড় ঝুঁকি নিচ্ছেন, নাকি এটি একদম বুদ্ধিমানের চাল? ১টা রাতের শো কি সত্যিই প্রভাব ফেলবে, না কি এই সিদ্ধান্ত উল্টো ব্যুমেরাং হবে? উত্তর মিলবে মে দিবসে।