হাসি দিয়ে শুরু, বিরক্তি দিয়ে ম্যাচ শেষ! – Allrounder BD

হাসি দিয়ে শুরু, বিরক্তি দিয়ে ম্যাচ শেষ! – Allrounder BD

ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলা। তবে সব ছাপিয়ে দুই বন্ধু লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের রিইউনিয়নটাই ম্যাচের শুরুতে সবার নজর কেড়েছিল। কিন্তু শেষটা হলো বেজায় মন খারাপ আর মহা বিরক্তি নিয়ে। ১৪ ম্যাচ পর উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে মেসি বাহিনীর। তবে আলোচনায় উরুগুয়ের তরুণ খেলোয়াড়দের বিতর্কিত আচরণ।

ম্যাচ শুরু হতেই উরুগুয়ে ও আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড়রাই মেতে ওঠে ফাউল আর ধাক্কাধাক্কিতে। সেই সাথে অশালীন অঙ্গভঙ্গী তো আছেই। একটা ফাউলের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে উদ্দেশ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন প্রতিপক্ষ দলের ফুটবলার ম্যানুয়েল উগারতে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে শান্তশিষ্ট মেসিও তাই বিরক্তি চেপে রাখতে পারেননি।

“আক্রমণাত্মক আবহ থাকাটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। কিন্তু ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে”, বলছিলেন মেসি

উরুগুয়ের ফুটবলারদের আচরণে বিরক্ত মেসি

ঘটনার সূত্রপাত ম্যাচের ১৯তম মিনিটে। ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর কথা–কাটাকাটির পর রদ্রিগো দি পলের সঙ্গে উগারতের দ্বন্দ্ব। এ জটিলতায় কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। আবার দুই মিনিট পর মেসিকে বক্সের একটু বাইরে উগারতে পেছন থেকে ফাউল করেন। ফলে ম্যাচে আবারও উত্তেজনা ছড়ায়। এমনকি এ নিয়ে দি পলের সঙ্গে কথা-কাটাকাটিও করেন উগারতে।

শুক্রবার ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। উরুগুয়ের হয়ে গোলের দেখা পেয়েছেন রোনালদ আরাউহো ও দারউইন নুনিয়েজ। অবশ্য আর্জেন্টিনার হারের দিনে কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে ব্রাজিলও।

Scroll to Top