জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন— তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী রোড ম্যাপ ও জন আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “ওবায়দুল কাদের তিন মাস পর কীভাবে দেশ থেকে পালিয়ে যাবে, তা নাকি উপদেষ্টারা জানেন না, তাহলে জানেন কে?”
জয়নুল আবদিন আরও বলেন, “সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো সদস্য যেন সিন্ডিকেট সৃষ্টি না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের লোকজন দেশে উত্তেজনা সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তোলার কোনো ভিত্তি নেই।