হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা ইলিয়াস জাভেদ – DesheBideshe

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা ইলিয়াস জাভেদ – DesheBideshe


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা ইলিয়াস জাভেদ – DesheBideshe

ঢাকা, ১৮ এপ্রিল – বাংলা সিনেমার সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছেন। (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। জাভেদকে এরমধ্যে হাসপাতাল থেকে বাসাতেও নেয়া হয়েছে।

নৃত্য পরিচালক ইউসুফ খান বলেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে।’

‘চিকিৎসক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন’- যোগ করেন ইউসুফ।

জানা গেছে, ক্যানসার আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই বলা চলে শারীরিকভাবে আর সুস্থ হতে পারছেন না তিনি। বর্তমানে উত্তরাতে স্ত্রী ডলি জাভেদকে নিয়ে দিন কাটে তার।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনও ক্যামেরার সামনে দাঁড়াননি। নৃত্য পরিচালক থেকে অভিনেতা হওয়া জাভেদ দীর্ঘ ক্যারিয়ারে- মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহরাম বাদশা ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৫



Scroll to Top