প্রথমে সরকারি ফার্মেসি থেকে ওষুধ চুরি করতেন। এরপর কৌশলে সেই ওষুধগুলো নিয়ে জমাতেন বাসায়। পরে বিক্রি করে দিতেন বাইরে। চুরি করা ওষুধ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক অফিস সহায়ককে আটকের পর এই ‘গোডাউনের’ সন্ধান পেয়েছে পুলিশ।
মো. আজিজুর রহমান নামের ওই ব্যক্তি চমেক হাসপাতালের টিকেট কাউন্টারের অফিস সহায়ক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে সরকারি ওষুধ চুরির সঙ্গে জড়িত আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন হাসপাতালের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক ও ইলেকট্রিক্যাল মেকানিক মো. সাইমন হোসাইন। তিনজনই তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী। তাদের সবারই বয়স ৫০ এর ঘরে।

হাসপাতাল ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ‘হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসি থেকে চুরি করা ওষুধ নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনসার কমান্ডার এরশাদুল হকের সহায়তায় প্রথমে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। তার হাতে থাকা ১৪ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। এরপর আজিজুরকে নিয়ে তার স্টাফ কোয়ার্টারের বাসায় যায় পুলিশ। সেখান থেকে আরও ৮ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। সেগুলোও সরকারি ফার্মেসি থেকে চুরি করে সেখানে জমানো হয়।
পরবর্তীতে মো. আজিজুর রহমানের তথ্যের ভিত্তিতে একইদিন রাতে তার চোরাই কাজে সহযোগী মো. দাউদ ইসহাক ও মো. সাইমন হোসাইনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’