হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ১২

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ১২

জুমবাংলা ডেস্ক : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। রোববার (৪ এপ্রিল) রাতে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ১২হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ১২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, তাদের কেউ গ্রেফতার নয়। সকালে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়, হাসনাতের হাত রক্তাক্ত হয়। এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

এছাড়া এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Scroll to Top