
বিশ্বকাপে সেমির স্বপ্ন ডাচদের বিপক্ষে হেরে কার্যত শেষই হয়ে গেছে বাংলাদেশের। টাইগারদের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে খেলার যোগ্যতা অর্জন করা। সেই লক্ষ্যের শুরুতে নেমে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও টপঅর্ডারের ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। ২৩ রানে ৩ ব্যাটার হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। ৭৯ রানের জুটি গড়ে ফিরে যান লিটন। ফিফটি পূর্ণ করে রানচাকা টেনে নিচ্ছেন মাহমুদউল্লাহ।
২৬তম ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬ চার ও একটি ছক্কার মার।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১১৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ রানে ও সাকিব আল হাসান ৪ রানে ক্রিজে আছেন।
প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোরে কাটা পড়েন তানজিদ হাসান তামিম। দলীয় রানের খাতা খোলার আগে উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর উইকেটও নেন শাহিন আফ্রিদি। ৪ রান করে বাঁহাতি ব্যাটার ক্লিপ শট খেলে স্কয়ার লেগে থাকা উসামা মীরকে ক্যাচ দেন।
ষষ্ঠ ওভারে হারিস রউফের বলে খোঁচায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ইনিংসের অপমৃত্যু ঘটান ৫ রান করা মুশফিকুর রহিম। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দারুণ জুটির পর ২১তম ওভারের পঞ্চম বলে ইফতিখার আহমেদের শিকার হন লিটন। ৬৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে মিডউইকেটে আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।