এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কঠিন সময় কাটছে না ম্যানচেস্টার সিটির। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষেও জয় পেল না প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। আর্লিং হালান্ডের পেনাল্টি মিসের পর এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে সিটিকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। পরে এভারটনকে সমতায় ফেরান ইলিমান এনদিয়ায়ে। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচে ১২টিতে জয়হীন মাঠ ছেড়েছে দলটি। নয় ম্যাচে হার ও ড্র তিনটিতে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের ছয়ে সিটি। ১৭ পয়েন্ট নিয়ে ১৫তে এভারটন।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে সিটিকে লিড এনে দেন সিলভা। জেরেমি ডকুর বাড়ানো বল থেকে গোল আদায় করেন। ৩৬ মিনিটে এভারটনকে সমতায় ফেরান ইলিমান। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি পায় সিটি। হালান্ডের শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।