ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে বড় জয়ে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৫-২৬ মৌসুমে উলভারহ্যামটন ওয়ান্ডারারসের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। জোড়া গোল করেছেন সিটিজেনদের গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ড। একটি করে গোল করেছেন তিজ্জানি নেইন্ডারস ও রায়ান চেকরি।
উদ্বোধনী ম্যাচ উলভসের জন্য একটি আবেগঘন উপলক্ষ ছিল, কারণ তারা খেলার আগে এবং খেলার সময় তাদের সাবেক স্ট্রাইকার ডিয়েগো জোতাকে শ্রদ্ধা জানিয়েছে ক্লাব। গত মাসে স্পেনে গাড়ি দুর্ঘটনায় ভাইসহ মারা যান পর্তুগালের স্ট্রাইকার জোতা।
৩৪ মিনিটে যথারীতি গোল দিয়ে হালান্ডের মৌসুম শুরু, তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রেইন্ডারস। ৬১ মিনিটে ম্যাচের তৃতীয়, হালান্ডের দ্বিতীয় গোল পায় পেপের শিষ্যরা। ৮১ মিনিটে ওলভসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অভিষেক হওয়া চেকরির।