দুই বছর ধরে একের পর এক মুক্তির দিনক্ষণ ঘোষণায় এসেছে ‘নন্দিনী’ সিনেমার। পরবর্তী সময়ে নানা জটিলতায় শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। এবার সেই ‘নন্দিনী’ আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি দিতে চান পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। সেভাবেই এখন সব পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। আগামীকাল প্রচারণায় প্রকাশ্যে আসছে সিনেমাটির ট্রেলার।
সোয়াইবুর রহমান বলেন, ‘এখন সিনেমাটি রিলিজ করা দরকার। ফাইনালি গত বছর ২ আগস্টকে টার্গেট করে এগিয়েছিলাম, পরে তো আর কোনো কিছুই সম্ভব হয়নি। এখন আর বসে না থেকে আগামী মাসকেই বেছে নিচ্ছি। সিচুয়েশন কেমন হবে, সেটা এখনো বুঝতে পারছি না। তবে আমরা আশা করছি ভালো একটা সময় হয়ে আসবে সেপ্টেম্বর। সেভাবেই আমরা পোস্টার, ব্যানার সব রেডি করছি।’