যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হার্ভার্ডকে অর্থায়ন বন্ধের হুমকি দিয়ে বিদেশি শিক্ষার্থীদের তালিকা চেয়েছেন তিনি।
আজ (২৭ মে) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোমবার (মেমোরিয়াল ডে) একাধিক বার্তায় তিনি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ‘বিপুল পরিমাণ অর্থ অপচয়ের’ অভিযোগ এনে তিন বিলিয়ন ডলারের সরকারি অনুদান বন্ধের হুমকি দেন।
ট্রাম্প বলেন, আমি হার্ভার্ড থেকে তিন বিলিয়ন ডলারের অনুদান কেটে নিয়ে তা দেশের বিভিন্ন বাণিজ্যিক শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ার কথা ভাবছি। কারণ হার্ভার্ড খুবই ইহুদিবিদ্বেষী হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টির কাছ থেকে বিদেশি শিক্ষার্থীদের একটি তালিকা চাইছি।
তিনি বলেন, তালিকা চাইছি যাতে বোঝা যায় এই বিপুল অর্থ ব্যয়ের পর কতজন উগ্রপন্থী ও গোলমাল সৃষ্টিকারী দেশে ফিরতে দেওয়া উচিত নয়। কিন্তু ভয় পাবেন না, শেষ পর্যন্ত সরকারই জিতবে!
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিল। তবে শুক্রবার আদালত এক আদেশে এই নিষেধাজ্ঞা স্থগিত রাখে এবং চলতি সপ্তাহে শুনানির দিন নির্ধারণ করে।