হারের বৃত্তে বন্দি মুম্বাই, টানা তিন জয়ে শীর্ষে রাজস্থান | চ্যানেল আই অনলাইন

হারের বৃত্তে বন্দি মুম্বাই, টানা তিন জয়ে শীর্ষে রাজস্থান | চ্যানেল আই অনলাইন

বল মাঠে গড়ানোর আগে দুই দলের অবস্থান ছিল পুরোপুরি বিপরীতমুখী। টানা তৃতীয় জয়ের সন্ধানে ছিল রাজস্থান রয়্যালস। অপরদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম জয়ের অপেক্ষার প্রহর গুনছিল। জয়ের স্বাদ পাওয়ার অপেক্ষার পালা তাদের আরও বাড়ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬ উইকেটের জয়ে আইপিএলের চলতি আসরে টেবিলের সবার উপরে উঠেছে রাজস্থান।

Channeliadds-BkashUpdate.jpg

সোমবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতেই পারেনি। জবাবে রাজস্থান ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা দেয়।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টেবিল টপার। একমাত্র দল হিসেবে কোনো ম্যাচে জয় না পাওয়া মুম্বাইয়ের তিন ম্যাচে পয়েন্ট শূন্য।

ঘরের মাঠে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। দলীয় ২০ রানের মধ্যেই সাজঘরে চার ব্যাটার ফিরে যান। পঞ্চম উইকেটে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া ৫৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। হার্দিক ২১ বলে ৬ চারে ৩৪ রানে যুজবেন্দ্র চাহালের শিকারে পরিণত হলে জুটি ভাঙে। এরপর মুম্বাই আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত হারাতে থাকে উইকেট।

তিলক ২৯ বলে ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলার পর চাহালের বলে রবীচন্দ্রন অশ্বিনের তালুবন্দি হন। মুম্বাইয়ের স্কোর তখন ৭ উইকেটে ৯৫ রান। শেষ দিকে টিম ডেভিড ২৪ বলে ১৭ রানের মন্থর ইনিংস খেলেন।

রাজস্থানের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন চাহাল। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন।

সহজ লক্ষ্য তাড়ায় রাজস্থান প্রথম ওভারেই ১০ রান করা ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। অধিনায়ক সাঞ্জু স্যামসন ১২ রানে আকাশ মাধওয়ালের বলে বোল্ড হন। দলীয় ৪৮ রানে মাধওয়ালের শিকারে পরিণত হন জস বাটলার। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান।

চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ীদের ডেরায় স্বস্তি ফেরান রিয়ান পরাগ ও অশ্বিন। এরপর ১৬ রান করা অশ্বিনকে তুলে নিয়ে তৃতীয় উইকেটের দেখা পান মাধওয়াল।

ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা শুভম দুবেকে নিয়ে শেষ কাজটি ঠিকঠাকভাবেই সারেন ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকা পরাগ। আর তাতেই টানা তিন জয়ে টেবিলের শীর্ষে ওঠে রাজস্থান।মুম্বাইয়ের হয়ে চার ওভারে ২০ রানে ৩ উইকেট পান মাধওয়াল।

Scroll to Top