হায়দারকে সাময়িক বহিষ্কার, যে কারণে তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ | চ্যানেল আই অনলাইন

হায়দারকে সাময়িক বহিষ্কার, যে কারণে তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান জাতীয় দলের ব্যাটার হায়দার আলীর বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাজ্যের মানচেস্টার পুলিশ। তদন্ত শুরু হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার বিরুদ্ধে যেসব অভিযোগে তদন্ত করছে পুলিশ, সেটি নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

সম্প্রতি ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান শাহিন্সের এ-দল। সোমবার সেখান থেকে ফিরেছে দলটি। সফরকালের কোন ঘটনাকে কেন্দ্র করেই হায়দারের বিরুদ্ধে তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ।

গণমাধ্যমগুলো বলছে, ‘হায়দারকে ম্যানচেস্টার পুলিশ ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়নি। জিজ্ঞাসবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।’

পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘হায়দার আলীর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তারা জেনেছে। তদন্ত চলাকালীন সময়ে পিসিবি হায়দারকে পূর্ণ আইনি সহায়তা দেবে। যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা আছে তাদের। সেজন্যই হায়দারকে সাময়িক বহিস্কার করেছে বোর্ড।’

পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দুটি ওয়ানডে ও ৩৫ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন হায়দার। গত মৌসুমে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ (বিপিএল) খেলে গেছেন। চিটাগং কিংসের হয়ে খেলেন ১২ ম্যাচ।

Scroll to Top