হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ: আইসিসির সাবেক প্রধান

হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ: আইসিসির সাবেক প্রধান

এতে স্বাস্থ্যসেবাব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ গতকাল বুধবার জানিয়েছে, গাজার ৩৫টি হাসপাতালের ১২টিতে এখন সেবাদান বন্ধ আছে। আর ৭২টির মধ্যে ৪৬টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ।

আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ…কারণ, একটি গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে হত্যা একটি গণহত্যা। হামাসের আনুষ্ঠানিক উদ্দেশ্য হলো ইসরায়েলিদের ওপর আঘাত করা।’

ইসরায়েল থেকে লোকজনকে ধরে গাজায় নিয়ে হামাসের জিম্মি করা প্রসঙ্গে ওকাম্পো বলেন, ‘এটা একটা যুদ্ধাপরাধ। কারণ, জিম্মি করা একটি যুদ্ধাপরাধ।’
হামাসের হামলার জেরে গাজায় ইসরায়েলি অবরোধ নিয়েও কথা বলেন ওকাম্পো। হামাসের হামলাপরবর্তী গাজায় ইসরায়েলি অবরোধকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে উল্লেখ করেন তিনি।

Scroll to Top