হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান | চ্যানেল আই অনলাইন

হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান | চ্যানেল আই অনলাইন

একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে।

রোববার (৩ আগষ্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের জবাবে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে।

উইটকফ বলেন, ‘হামাস তাদের অস্ত্র সমর্পণের ইচ্ছা প্রকাশ করেছে।’

ইসরায়েল সংঘাত বন্ধের জন্য যেসব গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হলো হামাসের নিরস্ত্রীকরণ।

যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনা গত সপ্তাহ থেকে বন্ধ আছে।

 

Scroll to Top