এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শিলং থেকে: এই রোদ এই বৃষ্টি, এটিই যেন শিলংয়ের স্বাভাবিক ব্যাপার। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়েছে বৃষ্টি। বিকেলে যখন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা অনুশীলন করেন, তখনও দেখা গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হতে। বাংলাদেশ-ভারত ম্যাচের দিন অল্প হলেও রয়েছে বৃষ্টির শঙ্কা।
;
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুনেতে মঙ্গলবার ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ১০ শতাংশ।
যেহেতু ম্যাচটি ঘাসের মাঠে হবে, তাতে বৃষ্টি হলে সমস্যার সম্মুখীন হতে পারে দুদলই। মাঠ দেখে যতটুকু বোঝা গেল, এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো। বৃষ্টি হলেও কাদা হওয়ার সম্ভাবনা বেশ কম।
এদিকে বাংলদেশে ম্যাচে ঘিরে চলছে মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতি। ম্যাচের আগে দুদলের জাতীয় সংগীত ও পারফরম্যান্সের মহড়া চলছে।