হামজাদের নতুন কোচ স্পেনের সিফুয়েন্তেস | চ্যানেল আই অনলাইন

হামজাদের নতুন কোচ স্পেনের সিফুয়েন্তেস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল লেস্টার সিটি। তাতে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে তারা নেমে যায় দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। এরপরই কোচের দায়িত্ব ছাড়তে হয় রুদ ফন নিস্টলরয়কে। তার জায়গায় হামজা দেওয়ান চৌধুরীদের কোচ হয়ে এসেছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়েন্তেস।

এক বিবৃতে ক্লাবটি জানায়, তিন বছরের চুক্তিতে সিফুয়েন্তেসকে কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছেন। সিফুয়েন্তেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেস্টারকে আবারও প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা।

এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে লেস্টারকে। এর আগে ২০২৪ সালে এনজো মারেসকার অধীনে দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল লেস্টার। যদিও সে জায়গা ধরে রাখতে পারেনি তারা। পরের মৌসুমেই আবার অবনমিত হয়েছে দলটি।

সিফুয়েন্তেসকে নিয়োগের পর ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা বলেছেন, ‘সিফুয়েন্তেস ক্লাবের জন্য দারুণভাবে উপযুক্ত একজন কোচ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে ক্লাবে আনা আমাদের ভবিষ্যতে সেই সাফল্য গড়তে সাহায্য করবে, যা আমরা সবাই চাই।’

এদিকে হামজা চৌধুরী লেস্টার সিটির খেলোয়াড় হলেও গত মৌসুমে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলেই কাটিয়েছেন। এরপর ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ২৯ জুন ধারের চুক্তির মেয়াদ শেষ করে আবারও লেস্টারের ফিরেছেন তিনি।

Scroll to Top