হামজাকে সিলেটি ভাষা শেখাবেন তাজউদ্দিন | চ্যানেল আই অনলাইন

হামজাকে সিলেটি ভাষা শেখাবেন তাজউদ্দিন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরীর। লাল-সবুজের দলে তাকে সতীর্থ হিসেবে পেতে বেশ মুখিয়ে বাংলাদেশের ফুটবলাররা। হামজার বাড়ি সিলেটে, তাকে সিলেটি ভাষা শেখাতে চান জাতীয় দলের ফুটবলার তাজউদ্দিন।

ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে লাল-সবুজের দল। রোববার অনুশীলন শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তাজউদ্দিন জানান ইচ্ছের কথা।

সিলেটের ফুটবলার বলেন, ‘আগেও সৌদি আরবে এসেছি। অনুশীলন ভালো হচ্ছে। কোচ অনেককিছু শেখাচ্ছেন। আমার সর্বোচ্চ দিয়ে দলে টিকে থাকার চেষ্টা করছি। হামজা ভাই আসলে সিলেটি ভাষায় কথা বলবো। তাকে শেখাবো। যদিও উনি অনেক জানেন। অনেক রোমাঞ্চিত যে হামজা ভাইয়ের সাথে ড্রেসিংরুম শেয়ার করবো।’

চোট কাটিয়ে দলে অনেকদিন পর ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। ভারত ম্যাচে সুযোগ পেলে নিজেকে তুলে ধরতে চান। বলেছেন, ‘চোট কাটিয়ে আসলাম অনেকদিন পর। ভালো লাগছে। এখানকার কন্ডিশন আলাদা। ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য অনুশীলন চলছে। অনুশীলনে আরও একটু নিজেকে তুলে ধরতে চাই।’

Scroll to Top