বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার প্রথমবার নামছেন বাংলাদেশের জার্সিতে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হতে চলেছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকার জাতীয় দলে অভিষেক রাঙাতে চান সতীর্থরা। হামজাকে জয় উপহার দিতে চায় লাল-সবুজের দল।
ভারতের বিপক্ষে খেলতে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার বিকেলে শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি মাঠে প্রথমবার অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামজাকে জয় উপহার দেয়ার ইচ্ছের কথা জানান ফরোয়ার্ড রাকিব হোসেন।
বলেন, ‘হামজা ভাইয়ের উপস্থিতি দলের প্রতিটি খেলোয়াড়কেই অনুপ্রাণিত করবে। তার মতো খেলোয়াড় দলে থাকা, আমাদের জন্য অনুপ্রেরণার। সে আমাদের ক্যাম্পে প্রথম এসেছে, আমরা চেষ্টা করব তাকে ভালো একটা খেলা উপহার দেয়ার, সবাই মিলে ম্যাচটা জেতার চেষ্টা করব।’
ভারতের বিপক্ষে ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও জয়টাই চান রাকিব। বললেন, ‘ওদের বিপক্ষে ম্যাচ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সবশেষ ম্যাচে গত সাফেও আমরা ওদের বিপক্ষে ১-১এ ড্র করেছি। আমরা জানি, ভারত বরাবরই শক্তিশালী দল, ওদের খেলোয়াড়দের সম্পর্কে সবারই ধারণা আছে। আমরাও আগের থেকে এখন অনেক ভালো এবং গোছানো দল। আশা করব, ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার।’