এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশে এসেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পৌঁছেছেন নিজ জেলা হবিগঞ্জে। তারকা ফুটবলারকে এক নজর দেখতে তার বাড়িতে ফুটবলপ্রেমীদের জনস্রোত উপচে পড়েছে।
সোমবার বিকেলে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্বানঘাটের চৌধুরী বাড়িতে পৌঁছান হামজা। তার গ্রামের মানুষের পাশাপাশি হাজারও ভক্তের ভিড় দেখা গেছে সেখানে।
হামজাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয় মঞ্চ। ভক্তদের এমন উপস্থিতিতে উৎফুল্ল হামজাও। মঞ্চে উঠে সবাইকে সালাম দিয়ে ২৭ বর্ষী মিডফিল্ডার সিলেটি ভাষায় বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আফনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি।’
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। ম্যাচ ঘিরে বিমানবন্দরে তিনি সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ, ভারতের বিপক্ষে আমরা উইন খরমু। কোচ হাভিয়ের ক্যাবরেরার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। ইনশাআল্লাহ, আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। শিলংয়ে হবে ভারত-বাংলাদেশের ম্যাচ।