‘হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ’ – Allrounder BD

‘হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ’ – Allrounder BD

চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার হেডকোচ থাকছেন না ব্যক্তিগত কারণে। চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করছেন শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন পোথাস।

তিনি বলেন, “হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। তাকে চট্টগ্রাম টেস্টে মিস করছি। কোচিং স্টাফ সহ  সবাইকে দারুন একটা পরিবেশ তৈরি করেছে সে। এখানে যেই দায়িত্ব নিবে সে এটা চলমান রাখতে চাইবে”

প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান। গত ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন এক বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের সাবেক অধিনায়ক দলে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন পোথাস। সেই সাথে টাইগারদের সহকারী কোচ মনে করেন সাকিবের মতো প্লেয়ার থাকা যে কোনো দলের জন্যই সৌভাগ্যের।

সাকিব আল হাসানের সাথে লিটন দাশ

পোথাস বলেন, “বিশ্বসেরা অলরাউন্ডার ১ বছর পর টেস্টে ব্যাক করেছেন। সাকিবের মতো প্লেয়ার থাকা যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। সাকিবকে স্বাগত জানাই, এটা সবসময় দারুন কিছু, যখন সে ড্রেসিংরুমে থাকে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলের ফিরে সবাই তার কাছ থেকে শিখতে পারে”

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয়টিতে জয়ের কোনো বিকল্প নেই।

 

 

Scroll to Top