বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করেছেন।
গয় ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেছেন ফারুক আহমেদ।
সোমবার হাইকোর্টে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এই রিটের গত ২৯ মে ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের নেয়া সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। আর আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাচজনকে রিটে বিবাদী করা হয়েছে।