হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে তদন্তে রাষ্ট্রপতির নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে তদন্তে রাষ্ট্রপতির নির্দেশনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আখতারুজ্জামানের বিষয়ে তদন্ত করতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি।

;

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নিউজ আপডেটে বলা হয়েছে যে, ‘ইতোপূর্বে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক বিচারপতি মো: আখতারুজ্জামানের বিষয়ে রাষ্ট্রপতির নিকট প্রেরিত তথ্যাবলীর নিরিখে সংবিধানের ৯৬(৫)(বি) অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন।’

‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০শে অক্টোবর থেকে বিচারকাজে বিরত রাখা হয়। সেই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি মো: আখতারুজ্জামান রয়েছেন।

উচ্চ আদালতের বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সে অভিযোগ যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত পাঠান। প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠিত হয়।

Scroll to Top