হলিউড তারকাদের নিয়ে সৌদি আরবে জমকালো ফ্যাশন শো

হলিউড তারকাদের নিয়ে সৌদি আরবে জমকালো ফ্যাশন শো

প্রথম আলোর ‘ক্যাফে লাইভ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ পরিচিতি পান সারা ফ্যায়রুজ যাইমা। এরপর তাকে নানা ধরণের শো উপস্থাপনা করতে দেখা গেছে। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন।

গত বুধবারেও তিনি এই পডকাস্টের একাধিক এপিসোডের শুটিং করেছেন। তার অতিথি হিসেবে সামনের সেই পর্বগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও তানহা তাসনিয়াকে।

হলিউড তারকাদের নিয়ে সৌদি আরবে জমকালো ফ্যাশন শো
উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা



আর আজই পাওয়া গেলো সারা’র বিয়ের খবর। অনেকেই জানেন, শোবিজে সারার প্রিয় দুই বান্ধবী মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল আর অভিনেত্রী শবনম ফারিয়া। সেই পিয়াই তার প্রিয় বন্ধুর বিয়ের ছবি ফেসবুকে একটু আগে পোস্ট করেছেন।

পিয়া নব দম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।’

পিয়া জান্নাতুল ও সারা ফ্যায়রুজ যাইমা



পরে পিয়া জান্নাতুলকে ফোন করা হলে তার দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে জানান, ‘আমি ব্যাংককে রয়েছি। তাই ফোন নম্বর বন্ধ পাচ্ছেন।’

অবকাশযাপনে গিয়েও সারা’র বিয়ের খবর পেয়েই সেটি ভক্তদের জানাতে তর সয়নি পিয়ার। বোঝাই যাচ্ছে তাদের বন্ধুত্ব কতোটা গভীর।

পিয়া বার্তা২৪.কমকে জানান, সারার বরের নাম কুশল। তিনি একইসঙ্গে চাকুরী এবং ব্যবসা করেন। কুশলের সঙ্গে পিয়াকে বেশ আগেই সারা পরিচয় করিয়ে দিয়েছিলেন।

স্বামীর সঙ্গে বিয়ের সাজে উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা



সারার বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, বর-বউয়ের খুবই সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় একটি মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। আর হালকা কিছু গোল্ডের গয়না। আর তার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি।

বিয়ের ছবি দেখে মনে হচ্ছে তারা কোন মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তবে বিয়ের আয়োজন কিংবা ছবি যতোই সাদামাটা হোক না কেন, ছবিটিতে তাদের অন্তরে প্রেমের বহিঃপ্রকাশ ঠিকই রয়েছে দারুণভাবে। দুজনকে বেশ মানিয়েছে এটা বলতেই হবে।

পিয়া জান্নাতুল ও সারা ফ্যায়রুজ যাইমা



বিয়েটা মসজিদে হয়েছে কি না জানতে চাইলে পিয়া জান্নাতুল বলেন, ‘এখনই সবটা বলতে চাই না। বিয়ের ব্যাপারে সারাই সবকিছু বলুক সেটি চাই। আমি শুধু বলতে চাই, আজ একেবারেই দুই পরিবারের অল্পকিছু মানুষ নিয়ে আকদ সম্পন্ন হয়েছে সারার। সামনে ভালো দিনক্ষণ দেখে তারা বড় করে বিয়ের অনুষ্ঠান করবে। তাই আজ বন্ধুর বিয়ে মিস করলেও অনুষ্ঠানের দিন খুব আনন্দ করবো আশা করি।’

উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা



Scroll to Top