হলিউডের সিনেমাকে যেভাবে ছাড়িয়ে গেলেন শাহরুখ ও তার ছেলেরা

হলিউডের সিনেমাকে যেভাবে ছাড়িয়ে গেলেন শাহরুখ ও তার ছেলেরা

এবার বড় রেকর্ড গড়লেন শাহরুখ খান ও তার ছেলেরা। পেছনে ফেলে দিলেন হলিউডের তারকাদের! নিশ্চয়ই ভাবছেন ব্যাপার কী? মূলত ডিজনির আইকনিক ছবি ‘দ্য লায়ন কিং’ এর প্রিক্যুয়েল ‘মুফাসা: দ্য লায়ন কিং’ এর হিন্দি সংস্করণটি ছবির ইংরেজি সংস্করণকে আয়ের নিরিখে পিছনে ফেলে দিয়েছে।

গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। ভারতের বক্স অফিসে ছবিটি চতুর্থ সপ্তাহেও বেশ ভালো আয় করেছে। এই ছবির হিন্দি সংস্করণে ‘মুফাসা’ এর কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। ‘মুফাসা’র ছোটবেলার চরিত্রে কন্ঠ দিয়েছে শাহরুখ ছোট ছেলে আব্রাম খান। তাছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের কন্ঠ দিয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান।

অন্যদিকে ইংরেজি সংস্করণ কন্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের, ডোনাল্ড গ্লোভার এবং ব্রেইলিন। কিন্তু জানলে অবাক হবেন আসল সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণ।

২৩ দিনের ছবিটির মোট আয় করেছে ১২৯.৮৩ কোটি রুপি। যেখানে ইংরেজি সংস্করণটি ৪৫.২৫ কোটি টাকা কাছাকাছি সংগ্রহ করেছে। অন্যদিকে হিন্দি সংস্করণটির আয় ৪৭.০১ কোটি টাকা সংগ্রহ করেছে, যা ইংরেজি সংস্করণের থেকে বেশ কিছুটা বেশি। অর্জন দাসের কণ্ঠ দেওয়া তামিল সংস্করণটি ২১.৭ কোটি টাকা নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি মহেশ বাবুর কণ্ঠ দেওয়া তেলুগু সংস্করণটিও চতুর্থ স্থানে রয়েছে।

GOVT

বক্স অফিসে শাহরুখ খানের ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর দাপট অব্যহত। আশা করা যায়, ছবিটি ভারতের ১৫৮ কোটি টাকা সংগ্রহ করতে পারে। আর হিন্দি সংস্করণটি সম্ভবত ৫০ কোটি টাকা আয় করতে পারে।

Shoroter Joba

Scroll to Top