হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গার মূলহোতা বিট্টু গ্রেফতার | আন্তর্জাতিক

হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গার মূলহোতা বিট্টু গ্রেফতার | আন্তর্জাতিক

<![CDATA[

ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম মূলহোতা বিট্টু বজরঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৫ আগস্ট) বজরং দলের সদস্য গোরক্ষক বিট্টু বজরঙ্গীকে দিল্লি সংলগ্ন হরিয়ানার শহর ফরিদাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।

 

বিট্টু বজরঙ্গী হরিয়ানা রাজ্যের নূহ, গুরুগ্রাম এবং অন্যান্য স্থানে গত মাসের সাম্প্রদায়িক দাঙ্গার প্রধান উসকানিদাতাদের মধ্যে একজন। ওই সাম্প্রদায়িক দাঙ্গার প্রায় ২০ দিন পরে গ্রেফতার হলেন বিট্টু। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

 

আরও পড়ুন: হরিয়ানায় জুমার নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা

 

ফরিদাবাদে বিট্টুর বাড়ির কাছে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা গেছে, লাঠি ও অস্ত্রে সজ্জিত সাদা পোশাকের পুলিশ ধাওয়া করে অভিযুক্ত বিট্টুকে ধরে ফেলেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা, সহিংসতা, হুমকি দেয়া, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বাধ্য করা এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে জখম করার দায়ে বিট্টু অভিযুক্ত।

 

ফরিদাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন ভিডিও থেকে বিট্টু বজরংয়ের সহযোগীদেরও শনাক্ত করা হচ্ছে, তাদেরও গ্রেফতার করা হবে।

 

আরও পড়ুন: মণিপুরে সেনা মোতায়েনের আহ্বান রাহুলের, কঠোর জবাব হিমন্ত বিশ্ব শর্মার

 

এই মুখপাত্র আরও বলেন, পুলিশের কাজে বাধা দেয়া কাউকেই ছাড়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখা হচ্ছে। যারা যে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা বিভ্রান্তিকর সংবাদ ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

 

গত ৩১ জুলাই হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ জেলায় এক ধর্মীয় শোভাযাত্রা থেকে সংঘাত শুরু হলে এর রেশ দ্রুত গতিতে আশপাশের গুরুগ্রাম, বাদশাপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ছয়জন নিহত ও অন্তত ৭০ জন আহত হন। নিহতদের মধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুজন সদস্য রয়েছেন।

 

]]>

Scroll to Top