সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, দলিত-হরিজনদের অধিকার আদায়ে তাঁদের ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের মধ্যে বিবাদ রাখা যাবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কোটা পদ্ধতি রাখা উচিত বলেন সারা হোসেন। তিনি বলেন, এটি সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানেই হতে পারে, এর মধ্য দিয়ে দলিত-হরিজনসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এটি করা উচিত।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, হরিজনরা পিছিয়ে নেই বরং তাদের পিছিয়ে রাখা হয়েছে। সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের নানা প্রকল্প রয়েছে, তার মাধ্যমে কাজের সুযোগ রয়েছে। সে জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ‘দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথমে আমার দাবি থাকবে শুমারিতে হরিজন-দলিতদের সঠিক সংখ্যা প্রকাশ করা, যেন তাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা সহজ হয়। দ্বিতীয়ত দলিত এবং হরিজনদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। পাশাপাশি এ সম্প্রদায়ের মানুষদের জন্য কর্মসংস্থানের দাবি জানান তিনি।