হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা | চ্যানেল আই অনলাইন

হংকংকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুদিন আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের ছেলেরা। তাদের পথে হাঁটলেন মেয়েরা। প্রথমবার এশিয়া কাপ হকিতে খেলতে এসে হংকংকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের প্রতিযোগীতায় সেমিতে উঠেছে মেয়েদের অনূর্ধ্ব-১৮ দল।

চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের মেয়েদের হয়ে গোল করেন কণা আক্তার, আইরিন রিয়া ও সারিকা সাফা। তাতে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘এ’তে রানার্সআপ সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান।

সোমবার হংকংয়ের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৪ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন কণা আক্তার। একই কোয়ার্টারে আইরিন রিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে হংকং ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও লাভ হয়নি। ৫৭ মিনিটে লাল-সবুজের অধিনায়ক সারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টে জাপানের কাছে ১১-০ গোলে হেরে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় তারা, এবার হংকংকে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছে সারিকা-আইরিনরা।

Scroll to Top