সমৃদ্ধশালী ও একটি স্মার্ট দেশে রূপান্তরে যুবসমাজকে ভবিষ্যতের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, এমপি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলের ১১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশ এখন সামনে এগিয়ে যাচ্ছে। এক সময় দরিদ্র দেশ ছিল, আজ উন্নয়নশীল দেশে পৌঁছেছে। ২০৪১ সালে আমরা সমৃদ্ধিশালী দেশে পৌঁছতে পারব। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সমৃদ্ধশালী ও একটি স্মার্ট দেশে পৌঁছতে হলে আমাদের আজকে যারা যুবসমাজকে ভবিষ্যতের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তার জন্য একদিকে যেমন তারা লেখাপড়া করতে হবে অন্যদিকে তাদের শারীরিক সুস্থতা ও বজায় রাখতে হবে। এই দু’টির সমন্বয়েই একটি দেশকে সমৃদ্ধশালী লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার ফ্রান্সিস এসপিবি।

পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত অক্সফোর্ড মিশন স্কুলের রয়েছে একটি গৌরবজ্জ্বল ইতিহাস। ১৯০০ সালের ১ জানুয়ারি খ্রিষ্টান মিশনারীদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই স্কুল থেকে অধ্যয়ন করে সমাজের বিভিন্নক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।