‘স্বৈরতন্ত্রের পথে আমেরিকা’-ট্রাম্পকে অস্কারজয়ী অভিনেতার কটাক্ষ | চ্যানেল আই অনলাইন

‘স্বৈরতন্ত্রের পথে আমেরিকা’-ট্রাম্পকে অস্কারজয়ী অভিনেতার কটাক্ষ | চ্যানেল আই অনলাইন

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে ৪ জুলাই থেকে শুরু হয়েছে ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। তার অভিনীত ও প্রযোজিত ‘ওয়ান ফ্ল ওভার দ্য কোকো’স নেস্ট’ সিনেমাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুনভাবে রেস্টোর করা সংস্করণের প্রদর্শনী হয় শনিবার (৫ জুলাই)।

এই সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে মাইকেল ডগলাস বলেন, “আমরা এখন স্বৈরতন্ত্রের সঙ্গে ফ্লার্ট করছি।”

অনুষ্ঠানে আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে প্রথমেই ডগলাস বলেন, “আমাদের প্রেসিডেন্টের নাম অনেকবারই উঠে এসেছে।”

এরপর তিনি যোগ করেন, “আমি বিষয়টিকে দেখি এইভাবে—গণতন্ত্র কতটা মূল্যবান, কতটা ভঙ্গুর, এবং একে সবসময় রক্ষা করতে হয়। এখন আমাদের দেশ স্বৈরতন্ত্রের ধার ঘেঁষে চলেছে, অনেক গণতান্ত্রিক দেশই একই রকম সংকটে আছে। আশা করি আমরা যা এখন পার করছি, সেটা আমাদের স্মরণ করিয়ে দেবে চেক জাতির লড়াইয়ের কথা। গণতন্ত্রকে কখনোই গিভেন হিসেবে নেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো—রাজনীতি এখন মুনাফাভিত্তিক হয়ে গেছে। মানুষ রাজনীতিতে যায় টাকা কামাতে। আগে যুক্তরাষ্ট্রে একটা আদর্শবাদ ছিল, যেটা এখন আর নেই। খবরই সব বলে দিচ্ছে। আমি শঙ্কিত, আমি চিন্তিত। আমাদের দায়িত্ব এখন আর কারো ওপর না দিয়ে, নিজেদেরই একে অন্যকে রক্ষা করতে হবে।”

ডগলাস তার রাজনৈতিক অবস্থান নিয়ে সব সময়ই সরব ছিলেন। নিবন্ধিত ডেমোক্র্যাট হিসেবে তিনি বারাক ওবামা, ক্রিস্টোফার ডড, আল ফ্র্যাঙ্কেন, মাইকেল ব্লুমবার্গ এবং জো বাইডেনের পক্ষে অনুদান দিয়ে সমর্থন জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ‘ওয়ান ফ্ল ওভার দ্য কোকো’স নেস্ট’-এর আরেক প্রযোজক সল জ্যান্টজ ডগলাসের বক্তব্যকে সমর্থন করে বলেন, “গতকাল ছিল ৪ জুলাই। ঠিক সেই দিনেই হোয়াইট হাউজে বসে থাকা এক আত্মমগ্ন, নিষ্ঠুর স্বৈরশাসক এমন একটি বিল সই করেছেন, যা কেবল ধনীদের আরও ধনী করবে আর দরিদ্রদের মুখের খাবার ও চিকিৎসাসেবা কেড়ে নেবে। এটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক শোচনীয় স্বাধীনতা দিবস।”

ডগলাস কেবল ট্রাম্পবিরোধী তারকাদের তালিকায় আরেকজন নামমাত্র। এর আগেও বহু তারকা ট্রাম্পবিরোধী অবস্থান নিয়েছেন। নিউ ইয়র্কে ১৪ জুন ‘নো কিংস’ নামক সমাবেশে অভিনেতা মার্ক রাফালো বলেন, “ট্রাম্প নিজেকে রাজা আর স্বৈরশাসক মনে করে। আর আমরা এমন এক বিরোধী শক্তির অভাবে আছি যারা আমাদের অধিকার এবং সংবিধানকে রক্ষা করতে পারে। প্রতিদিন নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হচ্ছে।”

অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়েও কথা বলেন মাইকেল ডগলাস। জানান, দশ বছরেরও বেশি আগে তার গলার ক্যানসার যখন ধরা পড়ে, তখন সেটা ছিলো স্টেজ ৪ এ! সেই সময়ে চিকিৎসা ছিল কঠিন, তবে তিনি সফল হয়েছেন। সেই সময়কে স্মরণ করে তিনি বলেন, “কেমো ও রেডিয়েশনই আমাকে বাঁচিয়েছে। অস্ত্রোপচারে গেলে হয়তো আমার গলার আওয়াজ বা চোয়াল হারাতে হতো।”

তিনি ২০২২ সালের পর থেকে অভিনয় থেকে স্বেচ্ছা বিরতিতে আছেন। “আমি চাই না শুটিং করতে করতে মরেই যাই! ৬০ বছরের ক্যারিয়ারের পর একটু থামতেই চেয়েছি।” তবে তিনি জানান, একটি স্বাধীন চলচ্চিত্রের পরিকল্পনায় আছেন। এ ছাড়া এই সময়টা স্ত্রী ক্যাথরিন জেটা-জোন্সের সঙ্গে জীবন উপভোগেই কাটাতে চান।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান ফ্ল ওভার দ্য কোকোস নেস্ট’ ছবিটি ৫টি অস্কার জিতেছিল। পরিচালক মিলোশ ফোরম্যানের জন্ম চেক প্রজাতন্ত্রে, আর কার্লোভি ভ্যারি উৎসব তার প্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ছিল। এই উৎসবেই বহু বছর আগে ছবিটি নিয়ে এসেছিলেন ফোরম্যান, ডগলাস, প্রযোজক সাল জেইন্‌টস ও অভিনেতা ড্যানি ডেভিটো।

ডগলাস বলেন, “৫০ বছর পর একটি ছবি সম্মানিত হচ্ছে- এটা দুর্লভ। তবে ‘কোকোস নেস্ট’ সেই বিরল ছবিগুলোর একটি।” –ইন্ডিওয়্যার

Scroll to Top