ইচ্ছে থাকা সত্ত্বেও টাঙ্গাইলের কালিহাতিতে হারল্যান স্টোরের শো রুম ওপেনিংয়ে যেতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এই নায়িকা আসবেন জেনে স্থানীয় ‘ধর্মপ্রাণ’ মানুষদের মধ্যে শুরু হয় সমালোচনা।
হেফাজতে ইসলামসহ বেশকিছু সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে তাদের চাপের মুখে পড়ে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কালিহাতি এলেঙ্গার টিশেষন মার্কেটের শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।
শনিবার রাতে পরী তার ফ্যান পেজে ক্ষোভ ঝেড়ে একটি পোষ্ট দিয়েছেন। সেই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
পরীমনি লেখেন, শিল্পীদের এতো বাধা কেন আসবে!? নিরাপত্তাহীন অনুভব হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!
এর আগে একইভাবে বাধা পেয়েছিলেন মেহজাবীন, পরশীরা। পরী লেখেন, এর আগে মেহজাবীন, পড়শী এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?
তিনি বলেন, কী বলার আছে আর। এদেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।
শনিবার রাতে দেয়া পরীর পোস্টটিতে হাজারও মন্তব্য চোখে পড়েছে। বেশীরভাগ অনুসারী লিখেছেন, কমবেশি অনেকের সাথেই এমন হচ্ছে। তারা এগুলো প্রতিবাদের সাহস, স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলেছে।
কিন্তু পরীমনি প্রতিবাদের মাধ্যমে যে সাহস জানিয়েছেন করেছে এজন্য তিনি নেটিজনদের কাছ থেকে বাহবা পাচ্ছেন।