ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লার প্রাকার থেকে ১০৩ মিনিটের ভাষণ দেন। যা ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর দীর্ঘতম। গত বছরের ৭৮তম স্বাধীনতা দিবসের ৯৮ মিনিটের ভাষণের রেকর্ড ভেঙেছেন মোদি। ২০২৪ সালের আগে স্বাধীনতা দিবসে তাঁর দীর্ঘতম ভাষণ ছিল ২০১৬ সালে ৯৬ মিনিটের। আর ২০১৭ সালে তাঁর সবচেয়ে ছোট ভাষণ ছিল ৫৬ মিনিটের।
শুক্রবার ১৫ আগস্ট ভারতের সংবাদ মাধ্যম দ্যা হিন্দু এ তথ্য জানায়।
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে, মোদি লাল কেল্লা থেকে টানা ১২টি ভাষণ দিয়ে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙেন। জওহরলাল নেহরুর ১৭টি স্বাধীনতা দিবসের ভাষণের পর তিনিই একমাত্র ব্যক্তিত্ব অধিক ভাষণ দিয়েছেন।
মোদি ২০১৪ সালে তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ ৬৫ মিনিট। এরপর ২০১৫ সালে ৮৮ মিনিট, ২০১৮ সালে ৮৩ মিনিট পরবর্তীকালে ২০১৯ সালে ৯২ মিনিট দীর্ঘ ভাষণ দেন।
২০২০ সালে মোদির স্বাধীনতা দিবসের ভাষণ ৯০ মিনিট স্থায়ী হয়। ২০২১ সালে তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ ৮৮ মিনিট এবং ২০২২ সালে তিনি ৭৪ মিনিট ভাষণ দেন।
মোদির আগে, ১৯৪৭ সালে জওহরলাল নেহেরু এবং ১৯৯৭ সালে আই কে গুজরাল যথাক্রমে ৭২ এবং ৭১ মিনিটে দীর্ঘতম বক্তৃতা দিয়েছিলেন।
নেহেরু এবং ইন্দিরা গান্ধীও ১৯৫৪ এবং ১৯৬৬ সালে যথাক্রমে ১৪ মিনিটে রেকর্ডকৃত সবচেয়ে ছোট বক্তৃতা দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অটল বিহারী বাজপেয়ীও লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন।
২০১২ এবং ২০১৩ সালে মনমোহন সিংয়ের বক্তৃতা যথাক্রমে মাত্র ৩২ এবং ৩৫ মিনিট হয়েছিল। ২০০২ এবং ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতাগুলো আরও ছোট ছিল, যার সময় ছিল ২৫ এবং ৩০ মিনিট।