স্বস্তিকার সঙ্গে প্রেম কেন ভেঙেছিল? পরমব্রতর ১৬ বছরের পুরোনো সত্য

স্বস্তিকার সঙ্গে প্রেম কেন ভেঙেছিল? পরমব্রতর ১৬ বছরের পুরোনো সত্য

পরমব্রত বলেন, ‘সেই সময়ের আমি, আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য আছে। সেই সময় (বিচ্ছেদের পরপর) ওর সঙ্গে কথা বলতে একটা অস্বস্তি হতো। স্বস্তিকারও মানুষ হিসেবে অনেক বিবর্তন ঘটেছে। আমি যে স্বস্তিকাকে চিনতাম, যখন আমরা একসঙ্গে ছিলাম, সেই স্বস্তিকা আর এই স্বস্তিকার মধ্যে অনেকটা ফারাক। সেটা আমি দেখতে পাই। ওর কথা শুনলে বুঝতে পারি। যে রকমভাবে বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে, আমরা যখন একসঙ্গে ছিলাম, আজ থেকে ১৬ বছর আগে, ভাবতেও পারতাম না।’

Scroll to Top