স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ইতালির তুরিনে চলছে শীতকালীন স্পেশাল অলিম্পিকের আসর। সেই টুর্নামেন্ট থেকে দেশের হয়ে সাফল্য বয়ে আনলেন মেয়েরা। ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে লাল-সবুজ দল।

ইউক্রেনের বিপক্ষে শনিবার ৪-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজদের হয়ে গোল করেছেন অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফারিয়া ও তামাল্লিন। গতবারও এই ইভেন্টে সোনা জিতেছিল তারা।

শুক্রবার সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ইউক্রেন হারিয়েছে ভারতকে। ফাইনালে ইউক্রেন লড়াই করলেও বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে ওঠেনি।

বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ এই আয়োজনে মূলত শীতপ্রধান দেশগুলো অংশ নিয়ে থাকে। এবারের আসরে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। এই গেমসের বেশিরভাগ খেলাই বরফের ওপর হয়ে থাকে।

Scroll to Top