স্ত্রী ও ৩ সন্তানকে গুলি করে হত্যা – DesheBideshe

স্ত্রী ও ৩ সন্তানকে গুলি করে হত্যা – DesheBideshe


স্ত্রী ও ৩ সন্তানকে গুলি করে হত্যা – DesheBideshe

নয়াদিল্লি, ২৪ মার্চ – স্ত্রীর পরকীয়ার কারণে সমাজে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় স্ত্রীসহ তিন সন্তানকে গুলি করে হত্যার অভিযোগে যোগেশ রোহিলা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ঘটনা।

স্থানীয় পুলিশ সুপার রোহিত সাজওয়ানের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গত ২২ মার্চ সাগাথেদা গ্রামে অভিযুক্ত যোগেশ রোহিলা তার স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, স্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে সমাজে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় রোহিলা তার স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে নিজের লাইসেন্স করা রিভলভার দিয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দুই সন্তান- ১২ বছরের শ্রদ্ধা ও পাঁচ বছরের দেবাংশের। এছাড়া তার স্ত্রী ও ৭ বছরের ছেলে শিবাংশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর অবস্থায়। সেখানে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। পরে তার স্ত্রীকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। শিশুদের ময়নাতদন্ত শেষ হওয়ার পর ২৩ মার্চ তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মী যোগেশ রোহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং একটি লাইসেন্স করা পিস্তল, চারটি শেল, ১০টি তাজা কার্তুজ, বন্দুকের ব্যারেল জব্দ করা হয়েছে। এছাড়া যোগেশের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যোগেশ জানিয়েছেন, তিনি প্রোপার্টি ডিলার হিসেবে কাজ করতেন। ২০১২ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০১৩ সালে শামলি জেলার কৈরানার বাসিন্দা নেহাকে বিয়ে করেন।

পুলিশ জানিয়েছেন, তার স্ত্রী নেহার ভাই রজনীশ কুমার অভিযোগ দায়ের করেছেন এবং যোগেশ রোহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৪ মার্চ ২০২৫

 



Scroll to Top