স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বার্সার | চ্যানেল আই অনলাইন

স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বার্সার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বেশ কিছুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। চোটে আগামী মৌসুমেও লম্বাসময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সেজন্য লা লিগায় সম্মতিপত্র পাঠাতে চায় বার্সেলোনা। তবে সেখানে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন জার্মান তারকা। এতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে কাতালান ক্লাবটি।

ক্লাবের পক্ষ থেকে লা লিগা মেডিকেল কমিশনের কাছে আক্রান্ত খেলোয়াড়দের চোট এবং সার্জারির প্রতিবেদন পাঠাতে হয়। যা দিয়ে আঘাতের তীব্রতা মূল্যায়ন করা হয়। প্রতিবেদনে খেলোয়াড়দের সম্মতি জানিয়ে স্বাক্ষর  করতে হয়। স্টেগেন সেই সম্মতিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তাতে চটেছে বার্সেলোনা, শাস্তিমূলক কার্যক্রম শুরুর জন্য আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এমনকি ক্লাবটির আইনি পরিষেবার কাছেও পাঠানো হয়েছে বিষয়টি। বোর্ড যদি অনুমোদন দেয় তবে ক্লাবের পক্ষ থেকে অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে জার্মান গোলরক্ষকের বিরুদ্ধে।

মেডিকেল সম্মতিপত্রে স্টেগেনের স্বাক্ষরে অস্বীকৃতি ক্লাবের জন্য সরাসরি ক্ষতি ডেকে আনবে। তার চোট পর্যবেক্ষণ করে যদি মনে হয় সেরে উঠতে পাঁচ মাস বা তার বেশি সময় লাগবে, তাহলে বার্সেলোনা গোলরক্ষকের বেতনের ৮০% ফেয়ার-প্লে উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। তাতে নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়ার নিবন্ধন প্রক্রিয়া সহজ হবে।

কাতালান ক্লাবটি প্রাক মৌসুম সফর থেকে ফিরে স্টেগেনের সাথে সরাসরি বসতে চেয়ে একটি বার্তা পাঠায়। তার চোট সম্মতিপত্রে স্বাক্ষর করতে বলেছিল বার্সা কর্তৃপক্ষ। যা করতে অস্বীকৃতি জানান।

Scroll to Top