স্টাম্পে লাথি মেরে জরিমানার মুখে ক্লাসেন | চ্যানেল আই অনলাইন

স্টাম্পে লাথি মেরে জরিমানার মুখে ক্লাসেন | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টাম্পে লাথি মেরে আইসিসির শাস্তির মুখে পড়েছেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার হেনরিখ ক্লাসেন। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ঘটে এই ঘটনা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পরেই এমন কাণ্ড করে বসেন ৩৩ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

৪৪তম ওভারে নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করেছিলেন ক্লাসেন। টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দিয়ে ৭৪ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে যান ডানহাতি ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে ক্লাসেন আউট হলে ৩৩০ রান তাড়ায় সাউথ আফ্রিকা অল আউট হয় ২৪৮ রানে।

আউট হওয়ায় রাগে, ক্ষোভে স্টাম্পে লাথি মারেন ক্লাসেন। এমন কাণ্ডের জন্য সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটারকে শাস্তি এ দিয়েছে আইসিসি। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের জয়ে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে আগামী রোববার জোহানেসবার্গে মুখোমুখি হবে দল দুটি।

GOVT

Shoroter Joba

Scroll to Top