স্কোয়াডে ফিরেও ম্যাচ খেলা হল না স্টয়নিসের

স্কোয়াডে ফিরেও ম্যাচ খেলা হল না স্টয়নিসের
স্কোয়াডে ফিরেও ম্যাচ খেলা হল না স্টয়নিসের

ইনজুরির কারণে ভারত সফর মিস করে মার্কাস স্টয়নিস ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ম্যাচে নামার আগেই অজি শিবিরে ফের দুঃসংবাদ। এই সিরিজেও খেলা হচ্ছে না স্টয়নিসের।

স্টয়নিসকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি খেলার জন্য ১৬ সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোট থেকে পুরোপুরিভাবে সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার স্কোয়াডের সাথে প্রথম ম্যাচের ভেন্যু গোল্ড কোস্টে যাননি স্টয়নিস। বিশ্বকাপের আগে দলের এই সেরা অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অজি টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় গত ৮ সেপ্টেম্বর ইনজুরিতে পড়েন স্টয়নিস।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ৫ ও ৭ অক্টোবর। প্রথমটির ভেন্যু গোল্ড কোস্ট এবং ব্রিসবেনে শেষ ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

Scroll to Top