স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দাপুটে জয় – Allrounder BD

স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দাপুটে জয় – Allrounder BD

স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দাপুটে জয় – Allrounder BD

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়ে “বি” গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার সিক্সে উঠেছে শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি লঙ্কানদের। স্কটিশ পেসার ক্রিস সোলের দারুণ বোলিংয়ে দলীয় ৪৩ রানের মধ্যেই দুই ব্যাটার দিমুথ করুনারত্নে এবং কুশাল মেন্ডিসের উইকেট হারায় দলটি। এরপর আরেক ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাটে লড়তে থাকে শ্রীলঙ্কা। কিন্তু দলীয় ১৪২ রানে নিসাঙ্কা (৬৫) আউট হলে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর স্কটিশ অফস্পিনার মার্ক ওয়াট এবং লেগস্পিনার ক্রিস গ্রিভসের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ দলীয় ২৪৫ রানে অলআউট হয় দলটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিতে বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। শেষের দিকে ব্যাট ক্রিস গ্রিভস মারকুটে ভঙ্গিতে ব্যাট করলেও তা শুধু স্কটল্যান্ডের হারের ব্যবধানই কমিয়েছে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার মাহেশ থিকশেনা।

Scroll to Top